"রঙিন টুপি পাঞ্জাবি চাই" আর বলে না ছেলে,
কঠিন রোগ আর শয্যাতেই সে, থাকছে দুয়ে মিলে।
ঈদ সেলামীর বায়না টা তোর গেছিস কি বাপ ভুলে?
ভরবি না ঘর হৈ-হুল্লোড় আর, ভাই বোনেতে মিলে?

উপহারের প্যাকেট-টাও কি দেখবি না তুই ছুঁয়ে?
লুটবি না কি ঈদের খুশি পটকা ফোটায় দুয়ে?
ঘর সাজাবার হিড়িক কোথা, আনবো কাগজ কাঁচি?
ফুল দানিতে ভরবি না ফুল, আনন্দে তুই নাচি?

জল জমা চোখ ধূলোর মতো থাকিস যদি শুয়ে,
আনন্দ কই ঈদের দিনেও? ব্যথা যায় যে ছুঁয়ে।

০৪/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।

কবিতাঃ ব্যথাময় ঈদ