দেশের মানুষ মরুক বাঁচুক
কার-বা তাতে কী?
তোর কি কমলো হালের গরু
বন্ধ খাওয়া ঘি?

তুই তো দেখি আগের দামেই
কিনতে পারিস গাড়ি,
কর বাড়েনি টিভি ফ্রিজের
ওয়াশিং মেশিন শাড়ী।

কর তো ব্যাটা গরীব লোকে
দাম বেড়েছে হাড়ির,
বাদ যায়নি বাসন কুশন  
চশমা কলম চুড়ির।

মোটা চালেই দাম টা যখন
উঠায় লোকের শ্বাস,
বাসমতি চাল কাজুবাদাম
স্বপ্নে মিটায় আশ!

গ্যাস সিলিন্ডার বিয়ের বরেও
দিতে হবে কর,
খোরমা খেজুর ভোগ বিলাসি
আয়ের জাগায় চর।

খুশির খবর দাম কমেছে
লাঙল ফলা মিষ্টির,
টিস্যু ন্যাপকিন ঔষধেতেও
দর পরেছে সৃষ্টির।

বাজেট আসে বাজার ঘোরায়
কপাল পুড়ে নীচের,
কেউ ভাবে না মধ্যবিত্তের
পথটা ভাঙা কাঁচের।

০৬/০৬/২০২৩
চট্টগ্রাম।