দাম বেশি চায় সবজি ওয়ালা
শুইনা ক্ষ্যাপলা অমনি!
বললা ডাকাত পকেট কাটে
কয় পয়সা ওর লগ্নি?
সেই তুমি-টাই কব্জি ধরো
চাও বাঁধতে ক্রেতা,
কম কেনো কয় কাপ-ড়ের দাম
ধান্ধাতে চাই জেতা!
একশো টাকার কাপড় কিইনা
দামে হাঁকাও হাজার,
দোহাই টা ঠিক হাতের কাজের
চড়া সুতার বাজার।
রোজা রাইখাও বোধ থাকে না
মানুষ ঠকাও রোজ-ই,
সংযম কি তোর পেটের মধ্যেই
ব্যবসাতে নাই পাঁজী?
ঈদেই যদি রোজাদারের
নাই-বা মিলে জামা,
অধিক লাভের হিসাব কব-রে
নিস মিলাইয়া মামা।
০২/০৩/২০২৫ ইং
ময়মনসিংহ।
(পরের অন্যায় আমাদের চোখে পড়ে, নিজের টা না।)