তুই যে বেঁচে, আছে প্রমাণ?
দেখাস যদি সনদ,
মিলবে ঘটে ভোটাধিকার
হালের গরু বলদ!

নয়তো বাঁচাল পেছা বলছি
দেবো এক ঘা কাঙাল,
বাপ-টাকে তোর কবর থেকে
আয় নিয়ে আয় সানাল!

নয়তো প্রমান করবে টা কে
তুই যে তারই ছেলে?
তার উপর তুই আছিস বেঁচে
ঠোঁট দু'খানা মেলে!

বলি হরি, সাহস কতো!
চাইছে হতে ঠাকুর!
বলে কিনা "সুযোগ তো দাও"
রাজার লুটবে পুকুর!

মাথা থেকে ধর-টা গেলেই
বুঝবি তখন নগদ,
কার কথাতেই উঠা বসা
মিলে বাঁচার সনদ।

২০/০৫/২০২৩
চট্টগ্রাম।