কই সে হাট বাট আত্ম চিৎকার?
দেখতে পাচ্ছি অসময়েই যে তোমার ধরলো গলা!
অহংকারের কন্ঠ কোথা শ্লেষটা মাখা?
সেই সে তোমার হাত-পা! লম্বা লম্বা দাম্ভিকতার?
নেই দারোয়ান উজির মন্ত্রী রাঘব বোয়াল?
বেতনভুক্ত কর্মচারী চন্ডিধরা, নেই সেও!
যে ইশারায় টুটতো মাথা এক ঘুসিতেই ভাংতো কেবল শক্ত চোয়াল?
নিরবেই কি ফুপিয়ে আজ কাঁদছো তুমি?
হা হা খুব হাসালে!
বিশাল তেজি শরীর খানা কোথায় এখন?
চেপ্টে নাকি দিতে সবে যখন তখন।
যাচ্ছো কোথাও?
সঙ্গে আবার এত্তো এত্তো বাক্স পেটরা সব যে ভরা!
ওমা একি! কার কাছে হাত পাতছো তুমি!
চাইছো জীবন সত্যি সত্যি একটু ভিক্ষা?
কাকে তুমি চাইছো দিতে
তোমার অমন পাহাড় সমান জায়গা জমিন
ধন দৌলত শান শৌকত ছক্কা মারা?
সে যে কৃচ্ছ্র ভায়া! নিচু রক্ত! গরীব দুখী!
তোমার বাড়ির নিঃস্ব এক পাঙ্খাওয়ালা।

০৩/০৭/২০২৩
ভেলোর, ভারত।