খুব বেশি নেই দিন পনেরো
আবার নামবে শীত,
ধরবে ঝাকায় মানব শরীর
তুলবে নাড়ায় ভীত।

উল দিয়ে শার্ট গরম কাপড়
বুনতে হবে টুপি,
লাগবে জুতো হাত মোজা ও
সর্ষে তেলের ছিপি।

শীত কাঁথা আর মোটা কম্বল
রাখবো ঘরে হিটার,
আনবো কিনে চা কফি ফ্লাক্স
গরম পানির গিজার।

খেলবো খেলা চড়ুইভাতি
মিলবে শীতের সব্জি,
খেজুর গুড়ের পিঠা পায়েস
খাবো ডুবায় কব্জি।

কিন্তু কবি, কেউ ভাবে না
কাটবে কেমন পরীর!
ঘর ভাঙা যার অনাথ এতিম
বস্র হীনও শরীর।

০৩/১১/২০২৪ ইং
চট্টগ্রাম।