জঞ্জালে যেই আকাশ ভরে
ফুরায় শ্বাসের বায়ু,
পাওনা বুঝতে সময় ঘণায়
শেষের পথে আয়ু?
দেখবে আকাশ দাপায় বেড়ায়
একলা চলে ঘোড়া,
সুজন তোমার তোমায় ছেড়ে
লইছে নতুন জোরা।
রফিক বলে নাইরে কিছুই
আপন বলে ভবে,
আপন তো তোর সেই সে জনই
বন্ধু তে রয় ডুবে।
৩০/০১/২০২৪ইং
সুনামগঞ্জ।