সুখের চেয়ে দুঃখ ভালো
লক্ষ্য থাকে স্থীর,
আসলে আসুক ঝড়-ঝঞ্ঝা
পায় নাকো ভয় বীর।

০৯/১২/২০২৩
ময়মনসিংহ।