১.
মূর্খ যখন তর্ক জুড়ে
বোদ্ধা ভেবে লাফায় কূপ,
জ্ঞানীর তখন বৃথা জবান
ঘরেই বসে থাকেন চুপ।

২.
সবাই যখন
অসুস্থ সেই বৃদ্ধ লোকে
দেখায় পিছন সিট,
আমি তখন
আসন ছেড়ে তাঁকে বসায়
বাঁচাই নিজের পিঠ।