করেছিলাম মানা, যাসনে সোনা
বাইরে গোলা বর্ষণ, শত্রুর হানা।
শুনে খোকা বারণ? বললো মা রণ!
মাথার উপর বসে, ডাকছে মরণ।
পথে শকুন পাখি, ঠুকরে আঁখি
বুকে বসায় থাবা, ধুঁকছে খুঁকি।
দমিয়ে বাক কন্ঠ, ঝরায় রক্ত
হায়েনা চায় প্রসাদ, করছে পোক্ত।
দিতে হবে বাঁধা, গোলক ধাঁধা
চিতিয়ে বুক দীপ্তি, মুড়বো মাথা।
আনবে বলে বিজয়, দূর্বার দূর্জয়
করে সে ওয়াদা, ফিরবে নিশ্চয়।
০৬/০৯/২০২৪ইং
চট্টগ্রাম।