পুরুষ এখন পর্দাতে রয়
নারীই আসল বক্তা!
ঘর কি বাহির! নর কেহো নয়
নারীই এখন কর্তা।

লজ্জা শরম সব পুরুষের
যাসনে বাহির হেঁটে,
পর্দাতে ঢাক কান দু'টো তোর
কৃষ্ণ কালো ঠোঁটে।

সামনে যদি চোখ দু'টি যায়
দেখিস পথে নারী?
জুটবে কপাল বদনামের ভাগ
কটু কথার হাঁড়ি।

থাক নিচু তোর গলার স্বরে
করিস কোনো তর্ক?
পুরুষ মানায় ঘরের কোনে
নারী দেখুক অর্ক!

২৩/০৩/২০২৫ ইং
ঢাকা।