আমি নাকি প্রেম বুঝি না, বুঝে বন্ধু নিতাই
বউ কে নিয়ে রং তামাশা, যাচ্ছে বিদেশ সদাই।
নিত্য নতুন শাল কিনে দেয়, হাতের গোছা চুড়ি
সপ্তাহান্তে লং ড্রাইভে যায়, রাতেই ফিরে বাড়ি।

খোশমেজাজে কাপল ছবি, প্রোফাইলে দেয় তুলে
তাই দেখে ভাই গিন্নি আমার, চোখটা ভরায় জলে!
পাগল আমি প্রেম বুঝি না, ফুল গুঁজি না চুলে
বাড়ি ফিরে হাত রাখি না, বউয়ের কোমল গালে।

রোবট আমি খাটতে জানি, জমাই কেবল টাকা
সুখ কিনি না প্রেম দিয়ে তার, মনটা করে ফাঁকা!
কেউ বুঝে না যৌবনে যে কাটায় সময় হেলায়
সুখ কি পাবে দিনের শেষে গোধুলি সাঁঝ বেলায়!

১৪/১২/২০২৩
চট্টগ্রাম।