আমি মরলে টানবে চুরুট
হাসবে খয়ের খাঁ,
কাঁদবে কেবল নিজের স্বজন
জনম দুখী মা।

ক'দিন পরে ভুলবে লোকে
রফিক ছিলো কেউ,
কুকুর বিড়াল উঠবে ডেকে
কবর মাঝে ফেউ!

মিলবে ছুটি অহংবোধের
তর্জন গর্জন ফাও,
ধূলোয় মিশবে জীবন নাট্য
ডুববে জলে নাউ।

শিশির সকাল এখন যেমন
তেমনি রবে কাল,
লাভ কি বলো জমিন মাঝে
এমনি দিয়ে ফাল?

০৩/১১/২০২৩
ময়মনসিংহ।