রোগে ভোগে আইসিইউ তে থাকলে শুয়ে
সবাই যখন বাঁচার আশা সবটা দেবে ছেড়ে
একজন তবুও একটা আলো চিকন সলতেয়
সবার আড়াল, ঠিক-ই রাখবে জিঁইয়ে।
কাঁচের ঘরের বাইরে দাঁড়ায়
জানি তাঁর দু'টি চোখ খুঁজবে আমায়,
চাইবে সে জন নড়ুক পলক সবার অলখ,
"ওহে খোদা তারে তুমি দাও ফিরিয়ে!"
অন্ধকারে দুহাত তুলে চাইবে সে জন মাথা নুইয়ে
আমার কেবল সেই আমি টা চাই।

শেষ রাতে যেই ফিরবে জ্ঞান টা
মাথা তুলে দেখবো আলো মেলবো চক্ষু
দেখবো শিয়র দাঁড়ায় নিথর
আলোয় ভরা এক অভাগীর চোখে অশ্রু টলমল।
হয়তো এসে হাত টা ছুঁয়ে বলবে মুখে,
"আহা! উঠছো কেন? একটু থাকো শুইয়ে।
অনেক গেছে ধকল।"
যেনো আমি তাঁর-ই জন্যে খুব কেঁদেছি,
প্রখর রোদে দৌড়াদৌড়ি তলোয়ারি
ভেঙে শৃঙ্খল কারাগার ঐ রাজবন্দীর শেষমেষ তারে এনেছি!

আমার কেবল সেই আমি টা চাই।

০৮/০৫/২০২৩
ঢাকা।