তোরা আমায় যা ভাবিস তাই, আমি পথিক টোকাই
পর কে দিয়ে মুখের আহার, থাকি আমি বোবাই।
যার যা ইচ্ছে দিক্ সে গালি, মুখে মাখুক কালি
অন্তরে তার জমুক ঘৃণা, আমিই দেবো তালি।

বলুক ছোড়া আঁতেল গোঁড়া, ফেলুক ছুঁড়ে কলি
শাঁখের করাত কাটুক দু'দিক, আমিই হবো বলি।
ল্যাং মেরে ঠ্যাং ভাঙুক দু'পা, ফেলুক ছিঁড়ে জামা
সিঁদ কেটে সে নিক না কেঁড়ে, তবুও মিলবে ক্ষমা।

অশিক্ষিত, লোক আনাড়ি ট্যাগ দিয়ে দে ছাগল
গাধা ঘোড়া শুয়োর ভেড়া, হতেও রাজি পাগল।
যা ইচ্ছে তাই ভাবিস আমায়, ডাকিস পিয়ন মালি
খাইয়ে তারে মন্ডা মিঠাই, সাজবো চোখের বালি!

১৩/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।