যে পৃথিবী তোমায় ভূলায়
আমি চাই না তাকে।।
যে ভোলা মন ছন্দে হারায়
দুনিয়ার লোভ আর দৌলতে
আমি চাই না তাকে।।

যে হাসি মোর দূরে রাখে
ভূলায় তোকে দিনে রাতে
আমি চাই না তাকে।।

যে জীবনের গল্পে শুনি
হারানোর ভয় পদধ্বনি
আমি চাই না তাকে।।

চাঁদ সুরুজও ছাড়তে পারি
ভুলতে পারি দুখ পদাবলী
শুধু তোকে হারানোর ভয়
জাগায় যে সুখ
আমি চাই না তাকে।।

২৩/০৫/২০২৩
চট্টগ্রাম।

এটি আসলে একটি গীতিকবিতা।