হুমড়ি খেয়ে লুটবে যখন আম জনতার ধন,
আমি তখন সাধু সাজার, ভীষণ করবো পণ।
বলে কয়ে ভয় দেখিয়ে পরের কাঁড়লে ফল
মালি হয়ে কান্ড কেঁটে গোড়ায় ঢেলো জল।
জিহ্বা দিয়ে দুধ চেখে ঐ রাজার লুটলে ঘী
মরুক তোমার আম জনতা কার-বা তাতে কী!
দাবার চালে মিথ্যে বলে করো ধোঁকার ছল,
ধর্ম দিয়ে সম্প্রীতিতে তুমিও নেড়ো কল।
মনে রেখো ঢিল মেরে চাল ভাঙলে আমার ঘর,
আমি বোকা ছিঁড়বো বাঁধন দেখবে তুমি পর।
৩০/০৩/২০২৪ইং
ময়মনসিংহ।