জুজুর ভয়ে যাইনি দূরে
মেলাইনি হাত সুরে
আমার কি ভাই? তোর বর্ষায়
তুই টিকে থাক ঝড়ে।

নাউ ফুটো হোক ডুবুক তোড়ে
যাস ভেসে তুই দূরে,
মরণ তো তোর প্রাণ হারাবি
আমি রইবো নীড়ে।

মুখ থেকে তোর মুখের অন্ন
নেয় যদি কেউ কেঁড়ে,
তুই তেড়ে যা মারিস দু’ঘা
পেট ফুঁড়ে আন খুড়ে।

পিঠ ঠেকিয়ে পাথর ঠুকে
গড়বো দেয়াল কুঁড়ে,
লাগলে বাতাস সূর্য উত্তাপ
মুখ বাঁচাবো ঘুরে।

মানুষ এখন নয় সামাজিক!
নিজকে রেখে চূড়ে,
দেখায় অভাব প্রেম প্রীতি ভাব
বন্দি মনের ঘরে।

২৮/১০/২০২৪ ইং
চট্টগ্রাম।