দিস পুড়িয়ে ঘর খানা মোর
পুড়াস পান্ডুলিপি,
চাস যদি তুই করিস ধ্বংস
বোমার খুলিস ছিপি।
পেট্রোলে তুই দিস জ্বালিয়ে
ট্রেনটা করিস অঙ্গার,
বাস টা কে তুই পাটায় পিছিস
পুড়াস ফসল মঙ্গার।
আমার কেবল ভাইটা কে চাই
সুস্থ সবল চলার,
বোন টা কে চাই ফেরত আবার
দুঃখ ব্যথা ভুলবার।
তোরাই তোরাই ঝগড়া করিস
মরে কেনো শিষ্য,
আমার কেনো হয় রে দেখতে
পুড়ে মরার দৃশ্য?
০৬/০১/২০২৩
ময়মনসিংহ।