আমার বুবু আর হাসে না
দেয় না কড়া ভাষণ,
সত্যি বললে তাও বকে না
উধাও চোখে শাসন!
চুপচাপ-ই সে নিরব থাকে
দূর দিয়ে যায় হেঁটে,
জগত টা তার পাল্টেছে আজ
দিল ভেঙেছে টুটে।
সাধের বক কথা রাখেনি
মাছ খেয়েছে লুটে,
উড়ে গিয়ে আর ফিরেনি
শিকল ছিঁড়ে খুঁটে।
১৭/০৮/২০২৪ইং
ময়মনসিংহ।