চাস বা না চাস ধরেছি হাত
রাখবো বেঁধে তোরে,
বাত না বকে মুন্সী কে ডাক
যাচ্ছি না আর ফিরে।
চাই না ফেরত প্রেমের চিঠি
নগদ প্রাপ্তি টাকা,
উল্টো ছিনায় বাবার বাড়ি
সব করেছি ফাঁকা।
গয়নাগাটি বিয়ের শাড়ি
সঙ্গে বুনন জরি,
কবুল তো বল দেখবি আরো
আনছি কেমন কড়ি!
আর যদি তুই উল্টো বকিস
যাস ফেলে আজ বাড়ি,
খুব বেশি নয় ঝুলবো গাছে
বিষের খাবো বড়ি!
২০/১১/২০২৪ ইং
ময়মনসিংহ।