আকাশ তুমি যতোই কাঁদো
বৃষ্টিতে চাও ক্ষমা,
গলবে না মন কাঁধ টা ছুঁয়েও
ডাকলে অনুপমা!

কাল বৈশাখী ঝড়ের বেগে
যতোই নাচো নৃত্য,
চিৎকারে গাও প্রেমের গীতি
বজ্রপাতে চিত্ত।

জলোচ্ছ্বাসেও ডুবায় জগৎ
পদ দলে খ্যাতি,
চাঁদ কে করো রাতের জ্যোতি
অন্ধকারের বাতি।

তবুও ক্ষমা জুটবে না আর
হৃদ্য মনের প্রীতি,
ভুল টা যে ঐ ছেলের ছুটি
তাপো দাহের ভীতি।

৩০/০৪/২০২৪ইং
চট্টগ্রাম।