স্মরণ কালের বিরাট সভায়
তোর যে ভাষণ বুক ফুলিয়ে,
সত্য এড়ায় মিথ্যে জড়ায়
কেমনে বলিস হাত উঁচিয়ে!

একদিন কি ভাই...... মরবি না তুই?

ক্ষণিক কেবল হাসবি বলে
সোজা রাস্তায় পাথর দিয়ে
অন্ধ লোকেই মিথ্যেতে তুই
করলি বিপথ পথ ভুলিয়ে।

একদিন কি ভাই........মরবি না তুই?

তিনটে মাকাম সপ্ত দালান
গড়লি ইটে লোক ঠকিয়ে,
খোদার কসম কাঁদবি জনম
মিথ্যের উপর ঠাঁয় দাঁড়িয়ে।

একদিন তো ভাই........মরবি তুইও।

১৯/০৭/২০২৩
ভারত।