নিজের কান্ড টান দিয়ে সে
চাইছে ধরায় মুক্তি,
অবোধ বৃক্ষ জানে কি ভার
মিথ্যে মনের যুক্তি?
আকাশ দেখেই সাধ জেগেছে
দেখবে তারে ছুঁয়ে,
স্বজন ফেলে গড়বে আবাস
মেঘের মাঝে নুঁয়ে।
মন খারাপে ধরবে তাঁরা
পূর্ণীমাতে চন্দ্র,
কটাক্ষে সে বলবে ধরায়
কেমন আছিস ইন্দ্র?
দূর থেকে ভাই দেখবে চেয়ে
বুধ পৃথিবী সূর্য,
বলবে বন্ধু গ্যালাক্সী তার
থাক দুনিয়ায় তূর্য।
বেকুব বৃক্ষ ফল জানে না
স্বজন বাঁচায় শেকড়,
ধরতে গেলে আকাশটারে
কাষ্ঠ হবে, পাথর!
২৪/১১/২০২৪ইং
ময়মনসিংহ।