ফোনটা ডাকে নিজের মতো
টিকটিক করে ঘড়ি,
মাথার উপর পতপত পাঙ্খা
আকাশ টা রয় ধরি।
সামনে দেখি পাহাড় টোড এ
ডাহুক টা যায় উড়ে,
নিঝুম রাতের পদ্য ঘুমায়
ভর্ৎসনা দেয় ছুঁড়ে।
ভাল্লাগে না আনমনা মন
গরম কফির চুমুক,
দুঃখ এসে সাথ নিয়ে যায়
গল্প যতোই জমুক।
অলস বসে পথের পথিক
গুমরে উঠে কেঁদে,
নিঃসঙ্গতায় সব ভেসে যায়
বাঁচার ঠাঁই তো নীদে।
২৯/০৭/২০২৩
ভেলোর, ভারত।
* টোড ভেলোরের একটি সুন্দর পাহাড়।