একটা গাছের দুটোই শাখা
দুটোই মোটে ফুল,
একটাতে তার ফুটলে হাসি
আরেকটা খায় দোল।

দুই জনেতেই হাসে কাঁদে
দুই-জনেই গায় গান,
লাগলে কেবল পোকার মড়ক
কাঁদে তাদের প্রাণ।

আর যদি ভাই ঝরে পাপড়ি
ভাঙে বুকের কূল,
মালি ভাবে,
থাকলে বৃক্ষে আরেকটা ডাল
আজো ফুটতো ফুল।

২৭/০৭/২০২৩
ভেলোর, ভারত।