টিউশনিতেই যাচ্ছে কেনা
কোটি টাকার ফ্ল্যাট,
ডাঙ্গায় ফেলে টাকার পাহাড়
লুকায় জলে লাট!
বড়ো বড়ো রাঘব বোয়াল
পড়ছে ধরা ফাঁদে!
কেউবা তাতে কাদায় মেখে
লুঙ্গিতে রয় খাদে।
বলার আগেই সাহেব আমলা
ছাড়ছে চেয়ার খুঁটি,
ধরলে চেপে কান দু'খান তার
বলছে চুনোপুঁটি।
আর যে কবি গাইতো স্তুতি
লেবুর ফলন বাম্পার,
সেই সে এখন দেখিয়ে হুঙ্কার
চাইছে হিসেব দুম্বার!
১৭/০৮/২০২৪ইং
ময়মনসিংহ।