আজকেও কইবা মিথ্যা কথা?
মুখে পারবা গাল?
রাইখা রোজা করবা ক্ষতি
ধ্বংসে দিবা তাল?
অনিষ্টের ঝড় ঝড়ো হাওয়ায়
কাঁড়বা পরের হক?
লইবা সুযোগ ঘটায় দূর্যোগ
আঁকবা আবার ছক?
তোমার না ভাই মাথায় টুপি
কাটছো কসম কাল?
যাইবা না আর পাপের মাঠে
মিথ্যাতে নয় ফাল!
মসজিদে যাও নামাজ পড়ো
আড্ডা বাজি বাদ,
করো জিকির পরের হিত আর
রমজানের লও স্বাদ।
০২/০৩/২০২৫ ইং
ময়মনসিংহ।