এই শহরের অলি গলিয় বিবর্ণ আজ স্মৃতি,
লালচে-ধূসর দেয়াল সেথা বন্দরে নেই প্রীতি।
পালায় গেছে শুভ্র শিশির গায়ের কাঁদা ধূলি,
কংক্রিট এখন ঘাস শূন্য পথ উপন্যাসের বুলি!
চাঁদ রোয়া রাত গগন সেথা মিলতো বক্র চন্দ্রে,
চাইলেই অন্ধ গোলাপ গন্ধ পেতো নস্যি রন্ধ্রে।
যন্ত্র মানব মন গুলো আজ লোভ লালসায় ঠাঁসা,
প্রেম পুষে না কামুক মন টা সিনা-জুরিই পেশা।
রোদ বৃষ্টি ঝড় ভয়ের দানব দিচ্ছে রোজ-ই হানা
খুলছে বসন কুপথ শাসন করছে দীক্ষায় কানা।
তারপরও সে ফুল গুলোতে চুষতে পারে মধু
মারতে পারে মৌমাছি-কেই পায়ে পিষে শুধু।
০২/০১/২০২৪
চট্টগ্রাম।