আগুন নিয়ে খেলিস নে বাপ
পুড়েই হবি ছাই,
পুড়বে কাঁথা কোল বালিশ ও
গোয়াল ঘরের গাই।

তোর যে প্রিয়ো কাঠের পুতুল
সব জান্তা সাঈ,
পুড়বে সেটাও তোর আঁকা সেই
রঙিন দেয়াল টাই।

চারপাশে তুই আর যা দেখিস
শুকনো বাঁশের চাঁই,
পুড়বে কাঠ ও জমান পয়সা
সোনাও হবে ছাই।

তার'চে ভালো আগুন নিয়ে
বাদ দে খেলাটাই,
পুড়বে না ঘর সোনার সংসার
থাকবি সুখে ভাই।

২০/০৭/২০২৪ ইং
ময়মনসিংহ।