বর টা তো তোর ভীষণ ভালো
দেয় পরিয়ে কাজল,
সারাটাক্ষন পাশেই বসে
ধরেই থাকে আঁচল।

লাগলে গায়ে কাঁচা হলুদ
হাতের গোছা চুরি,
আনেও কিনে ফেরার সময়
বাহারি রং শাড়ি।

সব কথাতেই মাথা টা তাঁর
বলার আগেই সায়,
হাবিজাবি যেটাই রাঁধিস
চুপটি করে খায়!

আমারটা দেখ বদের হাড্ডি
একটা কথা না শুনে?
গতো ঈদে কত্তো বলায়
কানের দিলো কিনে।

এবার যখন চাইলাম হারটা
"দাও না ওগো এনে?"
লাগে ভালো কানের দুলে
গলার হারটা বিনে?

বলে টা কি বদ হারামি
পয়সা নাকি শেষ!
থাকলে ঝুলে আমার গলে
তাকেই লাগবে বেশ!

০৫/০২/২০২৩
ভেলোর, ভারত।