তুই যখন বাপ শুয়ে বসে
আব্বু ডাকিস মুখে,
এর চেয়ে স্বাদ হয় কি কিছু
মগজে দেয় রুখে!
বলিস যখন, "আব্বু ধরো,
হাতটা রাখো চুলে",
দেখিস কি তুই হৃদয় খুঁড়ে
আমি ডুবি জলে!
বোকা ছেলে বলে কিনা
আমি রইলে দুরে,
সব নাকি তার লাগে আঁধার
দুঃখ অন্তঃপুরে।
চাই তো ওরে শুনতে আরো
আব্বু নামের ডাকটা,
তবু যোগাড় করতে আহার
বিচ্ছেদে রয় মনটা।
১৬/১১/২০২৩
ময়মনসিংহ।