পোকায় খাওয়া আম গুলোর তুই, করলি একি গতি!
ভালোর সঙ্গে মন্দ মেশায়, লাভ-ই দেখলি অতি!
দেখলি না তুই চোষা কোসা, মিষ্টি আমের জাতটা
খুঁজলি কেবল যেনোতেনো, কম দামী আম কোনটা?
ঘুন ধরা সেই কাঠের বাক্সেই, আবার ভরলি চেপে
ভাবলি বসে হোক নষ্ট, যাক সে আরো পেকে।
পারবে খেতে? বাক্সেই পচবে গন্ধ বেরোয় রাতে
তোর তো লাভ-ই গ্রাহক ক্ষতির, দিবে প্রলেপ ক্ষতে।
ব্যাবসায়ী ভাই আম পচেনি, পচেছে বিবেক বোধ
লাভের বিষে মন মরে তোর, সেথা জমেছে লোভ।
ব্যাবসা হলো ভাইয়ের খেদমত, থাকতে হবে নীতি
লাভের ছলে দেশ ও দশের হয় না যেনো ক্ষতি।
২৬/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।