আইবো যেদিন উনি, শহর থেইক্কা;
দরুইন গাও গেরামের পথ,
হেই দিন আমি বুঝবার পারি
দেহি উড়ে কুটুম পক্ষী
ডাইক্কা সে কয়, আইবো সুজন! ঘুরবো বাড়ীময়।

আমি ধুইয়া মুইছা বাসনকোসন
ল্যাইপ্টা রাহি উডোন,
হারিত বসাই আউসের চাইল আর কাইক্কা মাছের ঝালুন;
লগে কুইট্টা রান্ধি বাইগুন।
আইলে বাড়ি সইন্ধ্যা রাইতে; আইজ
আমি হুকনা মইচ আর সইস্যা তেলে মাইখ্যা দিমু
হের পছন্দের ভর্তা-ভাজি পেঁয়াইজ।

তোয়াইল্লা ঝুলায় কলপাড়েতে
পাশেই রাখছি তবন
বাড়িত আইয়া চাইন যদি করবার গোছল,
আমি, কল চাইপ্পা আগায় দিমু জল।
খাডে বিছাইয়া নয়া জাদ্দুর আর কোল বালিশের খোল
আমি পইড়া থাহি শাড়ি,
দাঁড়ায় দেহি খিড়কি ধইরা কখন ফিরুইন বাড়ি।
হাতের গেলাস ভইরা রাহি পানি
আইস্যা যেন মেটায় তৃষ্ণা; চাইয়া হাসইন
মুখ দিয়া কইন, "নুরী।"

২৮/১০/২০২৪ ইং
চট্টগ্রাম।