শব্দগুলো আজ জ্বালিয়ে দিতে ইচ্ছে করে

--------------

শব্দগুলো আজ কোন কবিতার জন্য নয়,

শব্দগুলো আজ ভালবাসার জন্য নয়,

শব্দগুলো আজ তাকিয়ে আছে এক আততায়ীর দিকে,

শব্দগুলো আজ তাকিয়ে আছে এক মহা অন্ধকারের দিকে।

শব্দগুলো আজ কবিতা চাষ করে না।

শব্দগুলো আজ এক মিথ্যা অভিনয়ের জন্য তৈরী।

শব্দগুলো আজ কফিন বন্দি মরা লাশ।

শব্দগুলো আজ কবিতা পোষে না,

শব্দগুলো আজ কবিতা শোনেনা।

শব্দরাতো সার্কাসের রমনীর মত নাচতে পারে না,

শব্দগুলো আজ বিনোদনের সঙ্গী হতে পারে না।

শব্দগুলো আজ বিলাশী দ্রব্যের সমাহার।

শব্দগুলো আজ অহংকারের সহ্যাসঙ্গী।

শব্দগুলো আজ জ্বালিয়ে দিতে ইচ্ছে করে মৃত শবের মত।