কতদিন হেসে খেলে, পলাশের ডালে ডালে
কেটেছি কত শত বেলা।
নামহীন, ভাষাহীন, সদ্য শিশুর মত,
মিশে যাবো শিমুলের সাথে কৃষ্ণচূড়ার তলে।
তুমিও দেখবে
সেও শুনবে,
বাতাসের পায়ে পায়ে,
মিশে যাবো শিশিরের শব্দের মতন।
হয়ত যদি না হয় দেখা তবে,
আমারে রেখো মনে কিছুটা সময়।
বেলা যদি বয়ে যায়,
কি হয় দিবসের?
রাত্রির গভীরে মিশে মিশে,
আকাশ তারার সে কথা বলে,
প্রিয়ার মত হেসে হেসে।