বুকের ভেতর জমা রেখেছি
হাজার নিঃশব্দের রেণু,

আজও বুঝতে পারিনি কিভাবে গাঁথবো
এক আকাশ কৃত্রিমতার বেণু।

কতদিন হলো শুয়ে আছি
শূন্য আবেগের মিনারে,

নিঃসঙ্গতার খোলা জানালায় বসে আছি,
ভাষাহীন হৃদয় দুয়ারে।