আজ মনে হয় মুখ পানে চেয়ে বলি
তোমার প্রেমে বসন্ত এলো বয়ে-
তোমার প্রেমে নির্জন বাতায়নে
বন পল্লব বায়ু হিল্লোলে দোলে।
তোমার প্রেমে উদাস দখিন হাওয়া
আনে নব নব প্রেমের আলাপন,
মুকুলের ভালে পরাগের রেণু দোলে
রিক্ত হিয়ার দুঃখের সমাপন।
তোমার প্রেমে তোমার প্রেমে প্রিয়া
গীতমুখরীত তৃনতলবনছায়,
শুকনো পাতার মরমরধ্বনী যেন
পান্থ পথের পায়ে পায়ে বেজে যায়।
ওই দুটি ঠোঁট কি যে চায় বারে বারে,
ও দুটি কপোল আবির রঙ্গেতে রাঙ্গা,
ওই দুটি চোখ কি মায়াবী সোভা আনে
কুঞ্জ মেঘে কাজলের আলপনা।
উদাসী পাপিয়া মধুর সুরে গায়
মধুর বীণা ঝঙ্কারে তালে তালে,
তোমার আমার মিলন তিথি যেন
স্বর্গের সুধা ছড়ায়েছে ডালে ডালে।
এসো তুমি প্রিয়া এসো মোর গৃহবাসে
এ হৃদয় আজ তোমাকে শুধু চায়
এ যে মধুরাত মধুর পূর্ণিমাতে
মিলবো দুজন গভীর কামনায়।