চিড়া মুড়ি খই
বগুড়ার দই-
তার সাথে গুড় মেখে
খাবো বসে চেটে পুটে

চৈত্র গেলো গেলো
বৈশাখ এলো এলো
তাইতো সকল ছানা
আকাশেতে মেলে ডানা।

চিড়া মুড়ি খই
বগুড়ার দই।

নারকেল কদলি
সন্দেশ ও বাতাশা
খিরভোগ জিড়াপি
নেই কোন জুড়ি তা।

আলু আর লুচি সে তো
কি যে মজা আহারে
মন প্রান এক হয়ে
ছুটে কোন বাহারে।

আরো আছে নিমকি
পায়েস আর ছক্কা
ছাঁচে বাধা হাতি ঘোড়া
মুরলি মনাক্কা।

যতখুশি তত খাও
নাই তার একশেষ
একটু জিরিয়ে বল
বা বা বেশবেশ।