শুন ভগা। ইয়ে মানে-
কে যে আসে। কে যে যায়।
কোন কথা কে শুনে
কে আবার ব্যথা পায়।
কে যে আছে আড়ি পেতে,
আড় চোখে চায় কে?
কার মনে কি যে আছে,
কে আবার কি ভাবে?
কি কথার কোন মানে
বের করে কোন জন?
চারিপাশে এত মুখ
কি যে ভাবে কার মন?
কত লোক কত কথা
মুখে মনে দুমুখো,
হিসেবের মারপেঁচে
সব দেখি ওমুখো।
হাসি মুখে হেসে হেসে
কত কথা সুরেতে,
মনে মনে জ্বলে যায়
হিংসের বিষেতে।
কেউবা বেজায় দেখি
কাঁদো কাঁদো নেকামি।
আদতে সে কি যে খুশি
জানে তার মন টি।
এত কথা মনে মনে
কাকে বলি কোনটা।
কে যে কিসে খুশি হয়
কে দেখায় ঘণ্টা।
সারাদিন এই ভাবি
ভেবে ভেবে বেলা শেষ,
থাক বাবা সেই কথা
না বলাই ভালো বেশ।