নিশীথ রাত্রি মাঝে
শূন্যতার সঙ্গীত যেথা বাজে
ছন্দহীন শ্রান্ত দিশাহারা
টুটিয়া পড়েছে গ্রহ তারা
কে তার রেখেছে সন্ধান।
দিকে দিকে দিগন্তে চাহি
হিসেব তার মিলিলোনা আজি
কিবা আজ হয়েছে হত
আগামী হেথা ডাকিছে শত
এ কি কার অনর্থক আহ্বান।

দ্বারে মোর উদ্ধে তুলে শির
ডাকিছে অনাবিল-
জাগো হে কুমার।
জীর্নতার বৃক্ষ করি সংহার,
হৃদয়ের যত সংশয়
ভর্ষ হোক দীপ্ত হুতাসে।
উন্মত্ত ঝঞ্জার আবেসে
প্রভাত বেলা-
শুরু হোক তব খেলা,
শুরু হোক নতুনের গান।

কোথা সে পেয়েছে এ ভাষা-
ব্যর্থ যে আশা
বারে বারে করিছে রোদন,
করিছে ঐ নিখিলে নিবেদন
সেই ব্যর্থ আবেগে
লেগেছে প্রতাপ
ভাঙ্গিছে এ জীবনের সন্তাপ,
জগতের যত দুঃখ গ্লানি
সকলি সং হারি
উঠেছে নবীনের জয়গান।

আজিকার মত
বিপুল বিপ্লবে কাপে পুঞ্জীভূত অভিমান যত।
কালের বীণার তারে
কোথা আজ উঠিছে বাজে
জীবনের চির সত্যবানী
নিখিলে সং হারী
উঠেছে সে ডাক---
মৃত্যু হতে জীবনের সৃষ্টি,
ধ্বংস মাঝে নতুনের কৃষ্টি,
ক্ষয় হতে জয়।
এ মহান জগতের অমুক অভ্যুদয়
কাল হতে কালান্তে
মোর বক্ষ পিঞ্জরে
বাজিছে সে তান
একি কার নিদারুণ আহ্বান।