তোমাকে বুঝি নি ঠিক অতোটা
যতটা বোঝা হলে সুমেরু কুমেরুতে জ্বলে ওঠে আলোর প্রদীপ।
আর অন্ধকার নেই
আজকাল অন্ধকার কোনো থিয়েটারের বরফ শরীরে দেখা যায়।
ছিটকে আসে দু চারটে শব্দ আচমকা
যাকে আমরা স্ল্যাং বলি।
কিছু সূত্রের ব্যতিক্রম থেকে তৈরি হয় নতুন সূত্র
এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের মাঝে আকাশ ছোঁয়া যায়।
কথাটা ঠিক যতটা, ভুলটা একটু বেশি
নদীর দুকূলে হাহাকার সর্বদা
যারা বোঝে তাদের থেকে না বোঝে বেশি।
যারা কবিতা লেখে তারা কবিতার ঠোঁটে প্রেম খুঁজে পায়
আর লিপস্টিকের ট্রাকে কল্পনায় শরীর।
শরীরের কলার টিউনে চেতনা বাজতে থাকে
আর ছবি ফ্লপ ,বাজার মন্দা
কবিতা লিখে পেট ভরে না।
তোমার চিঠি পাইনি আজ বহুদিন হলো
কথায় বলে একদিনে বড় হওয়া যায় না এটা ঠিক, তেমনি।
যেমন বেঁচে থাকাটা মৃত্যুসম তোমায় ছাড়া
এখানে তুমি আছো কিনা কি আসে যায় তাতে ,
সিগারেটের ধোঁয়া শধু তোমার সাথে।
তোমাকে বুঝি নি ঠিক অতোটা
যতটা বোঝা হলে তোমার চোখে শান্তির দেখা পাই।
আর শান্তি মানে তো আলো
আর আলো খুঁজতে প্রত্যহ আমার শ্মশান যাত্রা একলা পারদে।
পারদ বাড়তে থাকতে চেতনা নামতে থাকে
শ্মশানের সস্তার নেশায় আমার তোমাকে পাওয়া।