নিরক্ষরেখা ধরে দীর্ঘতম প্লাটফর্মে
অপেক্ষার প্রচেষ্টায় ঘুন ধরা সকালের ভিড়।
নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফেরা আদুরে পুষি
দুধ খাই জীবন।
খোলা স্থনে চুষে খায় রক্ত বিন্দু
ভীষণ সোজা সরল সরলরেখা ধরে।
সত্যি বলতে পারাটা লজ্জাজনক নয়
আমার ভিতরে বাহিরে বাজতে থাকা স্যাক্সফোনের সুরে।
অদ্ভূত নিসঙ্গ বেঁচে ফেরা কবিতারা
নাম না জানা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বপ্ন খোঁজে।
" সত্যমেব জয়তে "
কোনো নিশ্চিত হৃদয়ে রাখা ঝংকার নয়।
আর কোনো অশ্লীল পর্ণের প্রত্যাবর্তনের অহংকার নয়,
জীবিত জটিলতার প্লাটফর্মে শেষ গাড়ি ছেড়ে যাওয়াটা
আসলে বোকামি।
নিরক্ষরেখা ধরে দীর্ঘতম প্লাটফর্মে
অসংখ্য ট্রেনের হুইসেলে বাজতে থাকা আশা বুকের পাঁজরে।
যন্ত্রণার মত বাজতে থাকে হৃদয়ের দরজায় দাঁড়ানো
শেষ সকাল আবার আসবে বলে।
আদুরে পুষি বারান্দার ইজি চেয়ারে দোল খায় ইচ্ছায়
আর ইচ্ছারা কখনো লাগাম ছাড়া নয়।