ইচ্ছে থেকে জন্ম নেওয়া খেলনা বাটি
প্রকৃতি আর পৌরুষের মিলিত জলছবি।
সবটুকু মিথ্যা নয়
শহর বলে নি কখনো ফুরিয়ে গিয়ে ফিরে আসা যায়।
কলমের নিবে পরে থাকা রক্তবিন্দু
এই সময় ,অসময়।
কানের কাছে ফিসফিস
একটা জীবন গভীর নীল মেঘের চোখে অজস্র স্বেদ জমে।
কেটে যাওয়া সময়ের নদী
কিংবা ধরো সময়ের ঘুড়ি একলা আকাশে।
সবাই হাততালি দেয়
ঘুড়ি কেটে যায় ভোকাট্টা একটা জীবন।
চার দেওয়ালের ঘুলঘুলি দিয়ে চিলে কোঠার ছাদ
ইস যদি আরেকবার শৈশবে ফেরা যায়।
হাতের লাটাইয়ের নষ্ট সময়ের দূরত্ব
দুর্বলতা কখনো এই সময়।
ইচ্ছে থেকে জন্ম নেওয়া খেলনা বাটি
মরা বালিশের শব্দহীন অনিদ্রা।
সিলিঙের গায়ে লেগে থাকা টুকরো টুকরো স্বপ্নগুলো
সবটুকু সত্যি নয় ,আসলে হয় না।
শহরের রূপকথায় শহর একাকী নায়কের ভূমিকায়
শুধু দৃশ্যপট বদলে যায়।