মনের প্রতিবিম্ব চুরি হয়ে যাওয়া আকাশটা
মোরাম বিছানো লাল পাথুরে রাস্তায় একলা দাঁড়িয়ে।
এক ফালি কফি কাপে চুমুক দিয়ে
আবার বিকেল ,,, নেশা।
এক মেয়ফিলে এক গ্লাস ঠান্ডা বিয়ারে চুমু
কোমড় জড়িয়ে ঠোঁট নিগড়ে
তোমার ফেস ও বুকের আই ডি চাই,
জুড়ে থাকায় আসলে জুড়ে থাকতে চাই
জীবন আর মৃত্যুর ফাঁকে ।
ভাবতে থাকি অনিদ্রা থেকে নিদ্রা শব্দটা এসেছে
না নিদ্রা থেকে অনিদ্রা।
ঘুম কাড়া সকালের কাব্যে কবিতার পাতায়
সময় ঘুমোয় তোমার মত।
অথচ তুমি বদলে যাও
ভেংচি কাটে সময় নিজের আয়নায় ,
যথাযথ আমাদের প্রতিবিম্ব।
জীবিত লজ্জা খসে পরে স্কেলিটন বেয়ে
ইচ্ছে হাওয়ার বোতাম খোলা নাম প্রেম তুমি।