বুকের শেওলা নদীতে জমে চলেছে অসংখ্য আবর্জনা স্থুপ
বেড়ে যাওয়া সময়ের মলাটে নতুন নাম।
মোগাম্মো খুশ হুয়া
খুশ হতে হয় ,বহত খুশ হুয়া মোগাম্মো।
না হলে বেড়িয়ে পড়বে সময়ের লুকোনো বেড়ালের নখ
কিন্তু ঘরের কোনে যে বিড়ালও বাঘ হয়।
খাড়া খাড়া পর্বতের শৃঙ্গের আড়ালে
রুপোলী আদরে মোড়া সুদূর ভবিষ্যতে।
কোথায় যেন
আজকাল মেঘলা আকাশ।
জনবর্জিত আদিম সভ্যতার নোলকে লাগানো সাইরেনের সুর
মেঘলা দুপুর।
একলা দাঁড়িয়ে থাকা চাঁদি ফাঁটা রৌদ্রে
শুকনো শেওলা নদী ,আবর্জনার স্থুপ।
বহুদিনের দুর্গন্ধ লেগে থাকে মনুষত্বের গায়ে
আচ্ছা যদি মুখোশ মানুষ হয় ,
সত্যি মুখোশ মানুষ।
বুকের শেওলা নদীতে কি তবে সময়ের দুর্বলতা, লুকোনো দুর্গন্ধ
নদী কেন ছোটো হতে হতে ক্রমাগত হারিয়ে যায় সভ্যতা নরকে।
যেমন মানুষ হারায় নিজেকে অধিকারের বাইরে
আর সময়ের মোগাম্মো ভিলেনের ভূমিকায়,
হাসতে থাকে।
তার হাতে বেড়ালের রক্তমাখা নখ আর ধারালো দাঁত।