প্রচুর জ্বালাচ্ছি তোকে
কাল থেকে আর জ্বালাবো না।
শুধু পোড়াটুকু থেকে যাবে কোথাও গভীরে
আবারও বৃষ্টি নামবে আকাশের মুখ ভার।
অথচ কিছুই বদলাবে না
যেমন বদলায় না অস্তিত্ব পুড়ে যাওয়ায়।
জীবন থেকে হারাবার মুহুর্তে
জড়িয়ে ধরা বাঁচবার তাগিদে জানলার বাইরে আকাশ দেখেছি।
কিন্তু নিজে পুড়েছি তোকে পোড়াতে চাই নি কখনো
আরেকবার হাসবার তাগিদে প্রেম তোকে জড়িয়ে ধরেছি।
কিন্তু বৃষ্টি নেমেছে আকাশের মুখ ভার
ক্ষনিকের অভ্যাসগুলো বেখেয়ালে রান্না বাটি খেলে গেছে।
স্মৃত্মির মাঝে কথাও আত্মারা থেকে গেছে
যেমন আমার বদভ্যাস,
প্রেম তোকে খুঁজে পাবার।
প্রচুর জ্বালাচ্ছি তোকে
কাল থেকে আর জ্বালাবো না।
চেনা পথ ধরে হেঁটে যাওয়া অভ্যাসটা আমার চিরকালীন।
তবু কেন জানি মনে হয়
প্রেম তোকে বদলাবো না ,
তোকে রাখবো হৃদ মাঝারে ছেড়ে দেবো না।