কদর্য সভ্যতার আলোকে
নারী তুই উন্মুক্ত সোহাগী নদী।
কেউ বোঝে নি ,বুঝতে চাই নি ওই অভিমানী চোখ
শুধু সময় তিরতিরে তোর গভীর নদীতে চান করেছে
সময়ের ভগবান।
ভগবান তুমি যুগে যুগে পাঠিয়েছে দূত সভ্যতার তরে
অথচ তুমি মিথ্যে ভেকে নিজেকে নামিয়েছে এত নিচে।
নিজের করে সৃষ্টি করেছ আদম ,ইভকে
অথচ ইভকে দিলে সহ্যক্ষমতা,
আর আদমকে দিলে অহংকার বেহায়া রঙে।
তুমি নারীকে করেছো উন্মুক্ত ইচ্ছে মত সৃষ্টির নদীতে ,
অথচ পুরুষ শক্তিমান ,বীর্যমান এই মহান বিশ্বে।
কেমনে সম্ভব
কেমন সম্ভব ভগবান।
তুমি যদি আড়াল না করতে পারো ,
উন্মুক্ত করার অধিকার তোমায় দিল কে।
পুরুষ যদি ভালো নাই রাখতে পারে
তবে এমন করে নারীকে উরুর মাঝের রাখার অধিকার দিল কে।
কেন এমনতর সভ্য নোলকে সাজানো সভ্যতায়
নারীর ধর্ষণ ইচ্ছা অনিচ্ছায় পৌরুষের পরশে।
কদর্য সভ্যতার আলোকে
ভগবান তুমি পরাজিত রেশ নারী হৃদয়ে।
তুমি বোঝো নি ,আসলে বুঝতে চাও নি সৃষ্টির আনন্দে
শুধু সৃষ্টি করেছ বিশাল বিশ্ব
অথচ নারীর করে নারীকে চেনো নি।