প্রানের মানুষ
,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমার প্রানের মানুষ আছে প্রানে
স্যানোরিটা ঘুম ভাঙা চোখে মেপে চলেছি তোমার শরীর।
তোমার স্তনের ডগায় লেগে আছে গরম লাভা
আগ্নেয়গিরি বটে।
জ্বলন্ত আগুনের সাথে সন্ধি
আমি বন্দী নিরবতায়,নিরিবিলি মুহূর্ত নিয়ে।
,
প্রেম
সে তো মনের মাঝে শরীর আর শরীর ছুঁয়ে মন
ক্রমশ ছুঁয়ে বাঁচা অধিকার যেন নদী।
ভিজে যাওয়া সময়ের আবিষ্কারে কাছে আসা নিয়ম
আর মুহূর্ত দূরে গিয়ে মনে থাকে।
তাই তো তোমার শরীর ছুঁয়ে মন আর মনের শরীর
সবটাই আমি কাঁচের মত দেখতে পাই।
ছুঁতে পাই
যেন বাথরুমে শাওয়ারের জল,গড়িয়ে নামা তৃষ্ণা।
,
আছে সে নয়নতারায় আলোকধারায়
স্যানোরিটা এই মুহূর্ত যেন তোমার শরীর ছুঁয়ে তৃষ্ণা।
তোমার নাভির গন্ধ ছুঁয়ে উত্তপ্ত বাতাস
গড়িয়ে নামছে ঘাম আমার হৃদয় বেয়ে তোমার উষ্ণতায়।
সামনে পড়ে থাকা  জ্বলন্ত দিন সাক্ষী
আজ তাপমাত্রা আমাকে পুড়িয়ে তোমাকে পোড়াবে ঠিক।