সত্যিকারের হারিয়ে যাওয়ার গল্প শুনতে হলে আজ যেতে হয় ওই মানুষের কাছে,
যে হেঁটে চলেছে ওই খাদের দিকে, একপা একপা করে,
হারিয়ে যাওয়ার গল্প হতে চলেছে সে আজ,
তার থেকে জানতে হবে, হারিয়ে যাওয়া কি এতোই সোজা?
তার ভেতরের দুঃখের মাংসপিণ্ডটাকে আলাদা করব, আর বেচব সবার কাছে,
গল্পের খাতিরে একটু রঙ চড়াব,
কলমের চিৎকারে সবাই শুনবে তার কথা
"
প্রতিটা চিড়কে আঘাত  দেয়া  হয়েছিল
প্রতিটা আঘাতকে ক্ষত তে পরিনত  করা  হয়েছিল  
প্রতিটা জোড়ে ফাটল ধরানো হয়েছিল
প্রতিটা মনের জায়গা বাজেয়াপ্ত করা হয়েছিল  
প্রতি তৃতীয় ব্যাক্তি আপন হয়ার ভান করেছিল সেদিন;
"
সবাই আন্দোলন করবে তারপর, সবাই চাইবে হারিয়ে যেতে,
সব্বাই লিখতে চাইবে তাদের নিজেদের গল্প;
আস্তে আস্তে এক হারিয়ে যাওয়া গল্প দেখা হবে সব্বার,
আর সেদিন সবাই পাবে হারিয়ে যাওয়ার ফল;

রক্ত অশ্রু ভালবাসা দিয়ে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসার সম্পর্কের আবার ফিরে আসা,
সেই দুনিয়া হারিয়ে যাওয়াদের, সেই দুনিয়া তোমার-আমার।